প্রকাশিত: Sat, Jan 14, 2023 3:50 PM
আপডেট: Mon, May 12, 2025 7:45 AM

ভাষা পণ্ডিতদের কাছে আমার সরাসরি পাঁচটি প্রশ্ন

গরীব নেওয়াজ 

[১] বাংলা ভাষা কি সংস্কৃত ভাষার একটি উপভাষা? [২] দীর্ঘ পথ পরিক্রমায় বাংলা ভাষা কি তাঁর একটা নিজস্ব অবয়ব পায়নি এবং স্বতন্ত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি? [৩] সংস্কৃত বা অন্য ভাষার শব্দ বাংলা ভাষায় কি বাংলা ভাষার নিজস্ব নিয়মে আত্তীকৃত হয়নি এবং সেসব শব্দ কি বাংলা ভাষার শব্দ হিসেবে গণ্য হয় না? [৪] সংস্কৃত ভাষার কি নিজস্ব বর্ণমালা আছে এবং বাংলা ভাষা কি সে বর্ণমালায় লেখা হয়? [৫]  উল্লিখিত ১ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর যদি না হয়, এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর যদি হাঁ হয়, তাহলে আমরা কেন বাংলা বানানে সংস্কৃতের নিয়মকানুন অনুসরণ করে ভাষাকে এত জটিল করে রেখে এটাকে পণ্ডিতদের ভাষা করে রাখব এবং সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী করে রাখব? ফেসবুক থেকে